রাজনীতি

নাশকতার মামলায় যুব দলের সাবেক সভাপতি নীরবসহ ৭ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক:
যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবসহ ৭ জনের ২ বছর ৬ মাসের করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। কারাদণ্ডের পাশাপাশি তাদের দুই হাজার টাকা অর্থদণ্ডের আদেশ দেন আদালত। অর্থদণ্ড অনাদায়ে আরও সাত দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

সোমবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত ২০১৩ সালের নাশকতার মামলায় তাদের বিরুদ্ধে এ রায় ঘোষণা করেন।

দণ্ডিত অপর আসামিরা হলেন- সালেহ ইসলাম সুমন, সুমন, শাহিন, বেল্লাল হোসেন, মো. জাকির হোসেন, আনোয়াজ্জামান আনোয়ার ও আবু বকর সিদ্দিক।

রায় ঘোষণার সময় নীরবকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। পরে তাকে সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানো হয়। অপর ৬ আসামি জামিনে ছিলেন। রায় ঘোষণার সময় তারা অনুপস্থিত থাকায় আদালত তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

উল্লেখ্য, ২০১৩ সালের মে মাসে নাশকতার অভিযোগে তেজগাঁও থানায় মামলাটি দায়ের করা হয়। চলতি বছর ৪ মার্চ বিকাল ৪টায় নীরবকে গ্রেফতার করে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button