সাজু আহমেদ: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, প্রযোজক ও নির্মাতা নায়করাজ রাজ্জাকের ৭ম মৃত্যুবার্ষিকী ২১ আগস্ট। বাংলা চলচ্চিত্রের বরেণ্য এই শিল্পী অসংখ্য সিনেমায় অভিনয়ের পাশাপাশি প্রযোজনা ও পরিচালক হিসেবে সাফল্য পেয়েছিলেন। অসম্ভব জনপ্রিয় এই শিল্পী ১৯৪২ সালের ২৩ জানুয়ারি কলকাতার টালিগঞ্জে জন্মগ্রহণ করেন। কলকাতায় জন্ম হলেও দেশভাগের সময় তিনি পরিবারের সঙ্গে ঢাকায় পাড়ি জমান। নায়ক হিসেবে চলচ্চিত্রে নায়করাজের যাত্রা শুরু হয় জহির রায়হানের ‘বেহুলা’য় অভিনয়ের মাধ্যমে। এ সিনেমায় তার বিপরীতে ছিলেন কোহিনূর আক্তার সুচন্দা। প্রযোজক হিসেবে নায়করাজের যাত্রা শুরু ‘রংবাজ’ সিনেমাটি প্রযোজনার মধ্য দিয়ে। এটি পরিচালনা করেছিলেন জহিরুল হক। রাজ্জাকের বিপরীতে ছিলেন কবরী। ববিতার সঙ্গে জুটি বেঁধে নায়করাজ প্রথম নির্দেশনায় আসেন ‘অনন্ত প্রেম’ চলচ্চিত্র দিয়ে। এটি বাংলা চলচ্চিত্রের ইতিহাসে মাইলফলক হয়ে আছে। নায়ক হিসেবে এ অভিনেতার সর্বশেষ চলচ্চিত্র ছিলো শফিকুর রহমান পরিচালিত ‘মালামতি’। এতে তার বিপরীতে ছিলেন নূতন। নায়করাজ রাজ্জাক সর্বশেষ তার বড় ছেলে নায়ক বাপ্পারাজের নির্দেশনায় ‘কার্তুজ’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। এই চলচ্চিত্রে তার ঘনিষ্ঠ বন্ধু প্রয়াত পরিচালক চাষী নজরুল ইসলামও অভিনয় করেছিলেন। চাষী নজরুল ইসলামের প্রথম পরিচালনা ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রে রাজ্জাক অভিনয় করেছিলেন। অন্যদিকে নায়করাজ সর্বশেষ ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ‘আয়না কাহিনী’ চলচ্চিত্রটি নির্মাণ করেছিলেন। এই চলচ্চিত্রে জুটি হিসেবে অভিনয় করেছিলেন সম্রাট ও কেয়া। এরপর আর নতুন কোন চলচ্চিত্র নির্মাণে তাকে দেখা যায়নি। এদিকে নায়করাজ স্মরণে বিটিভিসহ দেশের বিভিন্ন চ্যানেল ও রেডিও বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। এর মধ্যে এগিয়ে আছে চ্যানেল আই। এদিন তারা নিবেদন করবে বেশ কিছু অনুষ্ঠান। এর মধ্যে ২১ আগস্ট সকাল ৭-৩০ মিনিটে প্রচার হবে নিয়মিত আয়োজন ‘গান দিয়ে শুরু’। শিল্পী মো. খুরশীদ আলম। সঙ্গে থাকবে সেরাকণ্ঠের বিকসাম এবং অনন্যা আচার্য্য। বেলা ১২-৩০ মিনিট রয়েছে ফ্রেশ-প্রিমিয়াম টি ‘তারকা কথন’-এর বিশেষ পর্ব। অতিথি নায়করাজের ছোট ছেলে চিত্রনায়ক ও নির্মাতা সম্রাট। বিকেল ৩-০৫ মিনিটে দেখানো হবে শাইখ সিরাজ নির্মিত নায়করাজের জীবনীনির্ভর প্রামাণ্যচিত্র ‘রাজাধিরাজ রাজ্জাক’। রাত ১০-২০ মিনিটে রয়েছে আবদুর রহমানের উপস্থাপনায় ‘সাময়িকী’র বিশেষ পর্ব।