নান্দাইলে যুবককে তুলে নিয়ে কুপিয়ে হত্যা, আটক-৩
শাহ্ আলম ভূঁইয়া, (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইলে পূর্ব বিরোধের জের ধরে মো. রানা মিয়া (৩০) নামে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় দেশীয় অস্ত্রসহ সন্দেহভাজন তিনজনকে আটক করেছে পুলিশ।
রোববার (২১ এপ্রিল) রাতে উপজেলার রাজগাতী ইউনিয়নের বনহাটি গ্রামের গাঙ্গাইলপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত রানা মিয়া ওই এলাকার মো. আবুল হাসেমের ছেলে।। আগামী কয়েক দিনের মধ্যেই তাঁর সৌদি আরব যাবার কথা ছিল।
স্থানীয়রা ও পুলিশ সূত্রে জানা যায়, গাঙ্গাইলপাড়া এলাকায় সুলেমান গ্রুপের সঙ্গে একই এলাকার রাজন গ্রুপের বিরোধ দীর্ঘদিন ধরে চলে আসছে। এনিয়ে তাদের মধ্যে একাধিকবার মারামারির ঘটনা ঘটে। রানা রাজন গ্রুপের সদস্য।
রোববার তীব্র গরমের কারণে রাত ৯ টার দিকে রানা তাদের পুকুর পাড়ে বসে মোবাইল ব্যবহার করছিলেন। এ সময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে রানাকে জোরপূর্বক তুলে সামনের ফাঁকা এক ধানি জমিতে নিয়ে যায়। সেখানে তাকে উপর্যুপুরি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে চলে যায়। পরে রানার চিৎকার শুনে লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় পাল্টা হামলা ঘটেছে।
নান্দাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ জানান,এ ঘটনায় তিনজনকে আটক সহ কিছু দেশী অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।