নান্দাইলে পূজামন্ডপ পরিদর্শন করলেন ইউএনও
শাহ্ আলম ভূঁইয়া. (ময়মনসিংহ):
ময়মনসিংহের নান্দাইলে শারদীয় দুর্গাপূজার বিভিন্ন মন্ডপ পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার অরুন কৃষ্ণ পাল। রোববার (৬ অক্টোবর) রাতে তিনি বীর বেতাগৈর,চর বেতাগৈর এবং মোয়াজ্জেমপুর ইউনিয়নে পূজামন্ডপ পরিদর্শন করেন।
এ সময় উপস্থিত ছিলেন,ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো.মাসুম খান,স্থানীয় চরবেতাগৈর ইউপি ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল আওয়াল মিন্টু, ইউনিয়ন মনিটরিং টিমের সদস্যবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইউএনও অরুন কৃষ্ণ পাল বলেন, পূজামন্ডপগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য পূজামন্ডপ কমিটি এবং উপজেলা প্রশাসন কর্তৃক সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করা হয়েছে। প্রতিটি মন্ডপে বিপুল সংখ্যাক আইন শৃঙ্খলা বাহিনী নিয়োগ দেওয়া হয়েছে।