নান্দাইলে জমি নিয়ে বিরোধে যুবক খুন

শাহ্ আলম ভূঁইয়া, ময়মনসিংহ :

 

ময়মনসিংহের নান্দাইলে জমি সংক্রান্ত বিরোধে লাল মিয়া (২৫) নামে এক যুবক খুন হয়েছেন।

 

বুধবার (১৯ জুন) সকালে উপজেলার খারুয়া ইউনিয়নের মাটিকাটা গ্রামে এ ঘটনাটি ঘটে।

 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, মাটিকাটা গ্রামের সিরাজ উদ্দিনের সঙ্গে জমি নিয়ে তারই ভাই গিয়াস উদ্দিনের বিরোধ ছিল। বুধবার সকালে সিরাজ উদ্দিনের ছেলে লাল মিয়া বাড়ির পাশে বীজতলার আইলে মাটি দিয়ে ভরাট করেন। এতে লাল মিয়ার চাচা গিয়াস উদ্দিন বাঁধা দেন। এ নিয়ে ঝগড়া বাঁধে। গিয়াস উদ্দিনের ছেলে মো. মিজান (৩০), নবী হোসেন (২৮) দেশীয় অস্ত্র দিয়ে লাল মিয়াকে কুপিয়ে জখম করে। লাল মিয়াকে বাঁচাতে এসে তার বাবা সিরাজ উদ্দিন, ভাই ফাইজুল ইসলাম ও নজরুল ইসলাম গুরুতর আহত হন।

 

স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নিয়ে গেলে সেখানে লাল মিয়া মারা যান।

 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মজিদ বলেন, লাশ মমেক হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় এক নারীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

এই বিভাগের আরো খবর