নান্দাইলে গৃহবধূ নিখোঁজ, থানায় জিডি
নিজস্ব প্রতিনিধি (ময়মনসিংহ) :
ময়মনসিংহের নান্দাইলে গৃহবধূ মোছাঃ তানজিনা আক্তার (২১) নামে এক গৃহবধূ নিখোঁজ রয়েছেন।
এ ঘটনায় নিখোঁজ তানজিনা আক্তারের স্বামী মোঃ হৃদয় মিয়া বাদী হয়ে নান্দাইল মডেল থানায় ৮ অক্টোবর একটি সাধারণ ডায়েরি (জিডি নং ৩৭৩) করেছেন।
নিখোঁজ গৃহবধূর স্বামীর বাড়ি উপজেলার সিংরইল ইউনিয়নের বগুরীকান্দা গ্রামে।
নিখোঁজ গৃহবধূর স্বামী মোঃ হৃদয় মিয়া জানান,গত ৭ অক্টোবর সকাল সাড়ে ১০টার দিকে বোরকা কিনার জন্য তার স্ত্রী বগুরীকান্দা নিজ বাড়ি হতে নান্দাইল বাজারের উদ্দ্যেশে বের হয়ে যায়। এর পর থেকে তিনি আর বাড়িতে ফিরে যায়নি।
তার সাথে থাকা মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। মোবাইল নাম্বার ০১৪০৪৭৮৫২৭৬। বিষয়টি হৃদয় মিয়া তার বাড়ির লোকজনসহ শ্বশুর বাড়ির লোকজনকে সাথে নিয়ে সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুজি করেও স্ত্রীর সন্ধান পাননি।
তানজিনার বয়স ২১বছর, উচ্চতা ৫ফুট ২ইঞ্জি,গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার,মাথার চুল লম্বা আনুমানিক ১৮ইঞ্জি,পড়নে ঘিয়া রঙের সালোয়ার কামিজ ও সাদা রঙের প্রিন্টের বোরকা ছিল।
মোঃ হৃদয় মিয়া তার স্ত্রীর সন্ধান কেউ যদি পেয়ে থাকে তবে নান্দাইল মডেল থানা অথবা ০১৬১৭২৫৬৮৩০ মোবাইল নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছেন।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ আহম্মেদ জানান,এসআই মোঃ সুজন মিয়াকে উক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।