বিনোদন

নাইজারে হামলায় ২৯ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক
আফ্রিকার বৃহত্তম স্থলবেষ্টিত দেশ নাইজারের পশ্চিমাঞ্চলে সন্দেহভাজন জিহাদিদের হামলায় দেশটির ২৯ সেনা নিহত এবং দুই সেনা মারাত্মকভাবে আহত হয়েছে। এ ঘটনায় সেখানে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে।

সোমবার (২ অক্টোবর) রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়, শতাধিক সন্ত্রাসী সেনাদের লক্ষ্য করে ব্যাপক হামলা চালায়। তারা এ ভয়াবহ হামলায় বিভিন্ন বিস্ফোরক ডিভাইস এবং কামিকাজ গাড়ি ব্যবহার করে। সৈন্যদের পাল্টা অভিযানে বেশ কিছু সন্ত্রাসীও নিহত হয়।

মন্ত্রণালয় জানায়, ওই অঞ্চলে ইসলামিক স্টেট গ্রুপের হুমকি মোকাবেলায় সামরিক বাহিনীর অভিযান চলাকালে দেশটির মালি সীমান্তের কাছে জিহাদিদের এমন হামলার ঘটনা ঘটে।

তারা আরো জানায়, সন্ত্রাসীরা যোগাযোগের বিভিন্ন ব্যবস্থার ক্ষেত্রে বাধার সৃষ্টি করে। এক্ষেত্রে হামলাকারীরা বাইরের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বিশেষ সুবিধা লাভ করে। এ ব্যাপারে বিস্তারিত আর কিছু বলা হয়নি।

এক দশকেরও বেশি সময় ধরে আফ্রিকার সাহেল অঞ্চলে জিহাদিরা ব্যাপকভাবে সক্রিয় রয়েছে। ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। পরে ২০১৫ সালে তারা প্রতিবেশি দেশ নাইজার ও বুরকিনা ফাসোতে ছড়িয়ে পড়ে।

এর আগে গত ২৬ জুলাই নাইজারে রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেছে সেনাবাহিনী। সৈন্যরা ফ্রান্সপন্থী প্রেসিডেন্ট মোহামেদ বাজুমকে আটক করে দেশব্যাপী কারফিউ জারি করে। পাশাপাশি সংবিধান বাতিল এবং সব প্রতিষ্ঠান ও সীমান্ত বন্ধ করে দেয়। সূত্র: এএফপি

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button