নবাগত ইউএনও’র সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

 

চরফ্যাশন উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন চরফ্যাশন প্রেসক্লাব নেতৃবৃন্দ। মঙ্গলবার (২৬নভেম্বর) বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করে প্রেসক্লাবের সদস্যগনের পক্ষ থেকে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানানো হয়।

 

এদিন প্রেসক্লাব নেতৃবৃন্দ নবাগত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল হাছনাতকেও শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। দুপুর সাড়ে ১২টায় সহকারি কমিশনার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন প্রেসক্লাব নেতৃবৃন্দ।

 

এসময় উপস্থিত ছিলেন,চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নাছিউর রহমান শিপু ফরাজী, সহ সভাপতি লোকমান হোসেন ও কামরুল সিকদার, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, যুগ্ন সাধারণ সম্পাদক মিজানুর রহমান নয়ন,  সাংগঠনিক সম্পাদক এ আর সোহেব চৌধুরী,বার্তা সম্পাদক শাহাবুদ্দিন শিকদার, দপ্তর সম্পাদক মাহাবুবুর রহমান নাজমুল এবং নির্বাহি সদস্য নজরুল কবির।

 

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসনা শারমিন মিথি তার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগীতা কামনা করেন। সাংবাদিকরা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সর্বাত্বক সহযোগীতার আশ্বাস দেন এবং তাদের দায়িত্ব পালনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সহযোগীতা কামনা করেন।

 

সহকারি কমিশনার মোহাম্মদ আবুল হাছনাত বলেন, এই দেশ এবং এই সমাজটা আমাদের সকলের। সাংবাদিকরা লিখনীর মাধ্যমে দেশ এবং সমাজকে এগিয়ে নিয়ে যেতে পারে। তিনি সমাজের অসঙ্গতিগুলো তুলে ধরার জন্য সংবাদকর্মীদের আহবান জানিয়ে তার দায়িত্ব পালনে সাংবাদিকদের সহযোগীতার কামনা করেন।

 

 

 

এই বিভাগের আরো খবর