বিনোদন প্রতিবেদক: দেশের থিয়েটার অঙ্গনের নিবেদিত মঞ্চকর্মী স্মরণ সাহা। মঞ্চে নিয়মিত অভিনয়ের পাশাপাশি টিভি নাটকে এবং সিনেমাতেও তিনি অভিনয় করেন। স্মরণের ভাষ্যমতে অভিনয় তার ভীষণ ভালোলাগার এবং আবেগের একটা জায়গা। যে কারণে কখনো মঞ্চে কখনো ক্যামেরার সামনে সাবলীল অভিনয় করতেই তার বেশি ভালোলাগে। বিগত ৩৮ বছরেরও বেশি সময় ধরে স্মরণ সাহা মঞ্চে অভিনয় করে দর্শককে মুগ্ধ করে যাচ্ছেন। এরইমধ্যে একটি খ- নাটকে তার অভিনয় বেশ প্রশংশিত হয়েছে। ইমরাউল রাফাত পরিচালিত ‘হঠাৎ’ ভালোবাসা নাটকে তিনি একজন ডাক্তারের ভূমিকায় অভিনয় করেছিলেন। আবার এরইমধ্যে বাংলাভিশনে তপু খান পরিচালিত স্মরণ সাহা অভিনীত নতুন ধারাবাহিক নাটক ‘কমন প্রবলেম’রও প্রচার শুরু হয়েছে। এই ধারাবাহিকেও তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করছেন। স্মরণ সাহা বলেন,‘ ইমরাউল রাফাতের নাটকটিতে যদিও আমার চরিত্রটি ছোট, কিন্তু গুরুত্বপূর্ণ একটি খবর আমার মাধ্যমেই আসে। আর তপু খানের নাটকটিতে বেশ ভালোলাগা নিয়ে কাজ করছি। এর আগেও তপু খানের পরিচালনায় নাটকে, সিনেমাতে অভিনয় করেছি। আমি একজন অভিনেতা হিসেবে সবার নির্দেশনাতেই কাজ করতে চাই। যেকোনো চ্যালেঞ্জিং চরিত্রে কাজ করতে আমি আগ্রহী। যেহেতু আমি মঞ্চে কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। তাই টিভি নাটক এবং সিনেমাতেও নিয়মিত কাজ করার জন্য আমার প্রবল ইচ্ছে। ধন্যবাদ সেই সকল নির্মাতাদের যারা নিয়মিত তাদের ভাবনায় রাখেন আমাকে। তাদের প্রতি কৃতজ্ঞ আমি। শাকিব খান অভিনীত তপু খান পরিচালিত দর্শকপ্রিয় সিনেমা ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে সিনেমার অভিনেতা হিসেবেও তিনি বেশ আলোচনায় এসেছিলেন। তার অভিনয়ে মুগ্ধ হয়েছিলেন দর্শক। এদিকে কিছুদিন আগে স্মরণ সাহা অভিনীত ‘রাজার চিঠি’ নাটকটি রাজধানীর শিল্পকলা একাডেমির মূল মিলনায়তনে নাটকটির ৫০’তম মঞ্চায়ন হয়। নাটকটি রচনা করেছেন মাহফুজা হিলালী। নির্দেশনা দিবেন দেবাশীষ ঘোষ। এই নাটকে হরিদাস বসাকের চরিত্রে অভিনয় করে সবসময়ই দর্শকের মধ্যে মুগ্ধকা ছড়ান। ৫০’তম মঞ্চায়নেও ঠিক তাই হয়েছে। স্মরণ সাহা’র অভিনয়ের শুরুটা ফরিদপুরের মামার বাড়িতে ১৯৮৬ সালে ‘সাংস্কৃতি চক্র’ নাট্যদলের নাটকে অভিনয়ের মধ্যদিয়ে। তার অভিনয়ে হাতেখড়ি মোস্তাফিজুর রহমান আজাদের কাছে। পরবর্তীতে তিনি ‘সূর্য সাথী খেলাঘর’র ‘অবাক জলপান’ নাটকে অভিনয় করেন বিশ^জিৎ বসুর পরিচালনায়। ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত ‘জাগরণী থিয়েটার’র সাংগঠনিক সম্পাদক ছিলেন তিনি। গেলো এগারো বছর যাবত এই দলের সাধারন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। স্মরণ সাহা অভিনীত প্রথম টিভি নাটক ছিলো সুলতান আহমেদ’র পরিচালনায় ‘সময়ের অতিথি’। তার অভিনীত প্রথম সিনেমা ছিলো সুলতান বাদলের ‘আদরের ছোট ভাই’। জাগরণী থিয়েটার’র হয়ে মঞ্চে অভিনয় করে স্মরণ সাহা প্রশংসিত হয়েছেন ‘কেনারাম বেচারাম’,‘ রাজার চিঠি’,‘বিচ্ছু’,‘ বুদ্ধু’,‘একটি আধুনিক রাক্ষস’ নাটকে।
আগের পোএ্ট
পরে পোষ্ট