নওগাঁয় সাবেক প্রতিমন্ত্রী আলমগীরের বিরুদ্ধে জেলা বিএনপির সংবাদ সম্মেল
মো.এ কে নোমান, নওগাঁ: নওগাঁর আত্রাই ও রানীনগর উপজেলার শান্তি শৃঙ্খলা ও রাজনৈতিক পরিবেশ বিনষ্টের অভিযোগে সাবেক এমপি ও সাবেক প্রতিমন্ত্রী মো. আলমগীর কবিরের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে জেলা বিএনপি।
সোমবার (৯ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে নওগাঁ কেডির মোড় বিএনপির দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নু লিখিত বক্তব্যে অভিযোগ করেন, আলমগীর কবির বিএনপির কেউ নন, এমনকি দলের সাধারণ সদস্য পদও নেই তার। তিনি দাবি করেন, গত ৫ আগস্টের পর থেকে আলমগীর কবির রানীনগর ও আত্রাই এলাকায় বিএনপির ব্যানার ব্যবহার করে জনসংযোগ করছেন এবং ত্যাগী নেতাদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করে জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছেন। আবু বক্কর সিদ্দিক আরও বলেন, গত ১৫ বছরে আলমগীর কবির বিএনপি বা জিয়া পরিবারের পাশে দাঁড়াননি। বরং তার ষড়যন্ত্রের কারণে দেশে ১/১১ পরিস্থিতির সৃষ্টি হয়, যার ফলে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে মিথ্যা মামলার শিকার হতে হয়। এই সময় তিনি জিয়া পরিবারের প্রতি বিশ্বাসঘাতকতা করে জাতীয় বেঈমান হিসেবে পরিচিতি লাভ করেছেন। তিনি অভিযোগ করেন, বিগত আন্দোলন সংগ্রামে আলমগীর কবির বা তার পরিবারের কেউ অংশগ্রহণ করেননি, এমনকি নির্যাতিত নেতা-কর্মীদের সহায়তাও করেননি। অথচ বর্তমানে বিএনপির নাম ব্যবহার করে জনসংযোগ শুরু করেছেন, যা আইনশৃঙ্খলার অবনতির আশঙ্কা তৈরি করছে। যদি এমন কিছু ঘটে, এর সমস্ত দায়ভার আলমগীর কবিরকেই নিতে হবে বলে সতর্ক করা হয়েছে। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, যুগ্ম আহ্বায়ক শফিউল আযম রানা, শেখ রেজাউল ইসলাম রেজু, রানীনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোশারফ হোসেন, কৃষক দলের আহ্বায়ক মোমিনুল ইসলাম চঞ্চল এবং অন্যান্য নেতৃবৃন্দ।