নওগাঁয় বানের জলে মাছ শিকারে মগ্ন সৌখিন মৎস্য শিকারীরা

 

 

নওগাঁ প্রতিবেদক:

নওগাঁ সদর উপজেলার বোয়ালিয়া-বাইপাস রোড নামক আঞ্চলিক মহাসড়কের পার্শ্বে অবস্থিত বেডো জেনারেল হাসপাতালের সামনে একটি ব্রিজের নিচে সম্প্রতি দেখা যাচ্ছে সৌখিন মৎস্য শিকারীদের মাছ ধরার ব্যস্ততা। বর্ষার বানে ভেসে আসা বিভিন্ন জাতের মাছ শিকারের জন্য এখানে প্রতিদিনই মৎস্য শিকারীদের ভিড় বাড়ছে।

 

সরেজমিনে পরিদর্শনে দেখা যায়, ৮ থেকে ১০ জন মৎস্য শিকারী সারিবদ্ধভাবে দাঁড়িয়ে জাল নিক্ষেপ করছেন। বৃষ্টির পানি এবং বানের স্রোতে বিভিন্ন নদ-নদী থেকে মাছ ভেসে আসে, যা এই শিকারীদের আকর্ষণ করেছে। মাছ ধরার সরঞ্জাম হিসেবে তারা জাল এবং বিভিন্ন পদ্ধতি ব্যবহার করছেন।

 

তাদের সঙ্গে কথা বলে জানা যায়, এটি তাদের শখের একটি অংশ, তবে বেশ কিছু শিকারী পরিবারের জন্য পুষ্টির উৎস হিসেবেও এই মাছ সংগ্রহ করছেন। মৎস্য শিকারীদের ঝুলিতে পাওয়া গেছে নানা ধরনের মাছ, যার মধ্যে উল্লেখযোগ্য হলো পুঁটি, ট্যাংরা, চিংড়ি, রুই, শিং প্রভৃতি। বিশেষ করে ছোট-বড় সাইজের এসব মাছ ধরতে মৎস্য শিকারীরা ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ব্যস্ত থাকছেন। কেউ কেউ মাছ বিক্রির পরিকল্পনাও করছেন।

 

স্থানীয় মৎস্য শিকারীরা জানান, “বানের সময়টা আমাদের জন্য বিশেষ আকর্ষণের। এই সময়ে মাছ পাওয়া যায় বেশি, আর এতে শিকার করার মজা থাকে আলাদা।”

 

এমন শখের মাছ শিকারের জন্য খালের পাড়ের সৌন্দর্য ও প্রাকৃতিক বৈচিত্র্য স্থানীয় বাসিন্দাদের আরও আকৃষ্ট করছে। তবে তারা প্রাকৃতিক জলাশয় সংরক্ষণ এবং মাছের প্রজনন ক্ষেত্র রক্ষা করার পরামর্শও দেন

এই বিভাগের আরো খবর