মোঃ এ কে নোমান, নওগাঁ:
নওগাঁয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড প্রদানের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩ টার দিকে শহরের মুক্তির মোড়ে পিটিআই ইনস্টিটিউটের সামনে প্রাথমিক শিক্ষক পরিষদের ব্যানারে এ মানববন্ধন আয়োজন করা হয়।
মানববন্ধনে খাস-নওগাঁ সমাজ উন্নয়ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন চক-আতিতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মোস্তাফিজুর রহমান, দশপাইকা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাসুদ রানা সুমন, শেখের পুকুর প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাই, মকিমপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল রাজ্জাক, এবং চকদোলত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল হাকিম। এ সময় প্রায় তিনশতাধিক শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।
বক্তারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সরকারের কাছে দাবি জানিয়ে বলেন, সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড ও প্রধান শিক্ষকদের ৯ম গ্রেড বাস্তবায়নের প্রয়োজন।
এছাড়া প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার কাছে তারা দ্রুত পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। মানববন্ধন শেষে শিক্ষকদের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।