নওগাঁয় পলিথিনমুক্ত ও দূষণমুক্ত পরিবেশের দাবিতে মানববন্ধন

মো: এ কে নোমান, নওগাঁ:

পলিথিনমুক্ত এবং দূষণমুক্ত পরিবেশ গড়ে তোলার দাবিতে নওগাঁয় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১১টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ্যারোমা ইয়ুথ ওমেন অর্গানাইজেশনের উদ্যোগে এবং ব্যানারে এই মানববন্ধন আয়োজন করা হয়।

উক্ত মানববন্ধনে সংগঠনের সভাপতি ফাতেমা আক্তার সাবানা সভাপতিত্ব করেন। তার সাথে আরও বক্তব্য রাখেন উদ্যোক্তা জান্নাতুন ফেরদৌস লতা, শাহনাজ পারভীন ও অনামিকা। বক্তারা পলিথিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে আলোচনা করে বলেন, পলিথিন ব্যবহারের ফলে মাটি ও জলবায়ু ব্যাপকভাবে দূষিত হচ্ছে, যা জনস্বাস্থ্য ও পরিবেশের জন্য মারাত্মক হুমকি।

তারা পলিথিন নিষিদ্ধ করার আইন কঠোরভাবে বাস্তবায়নের দাবি জানান। বিশেষ করে পরিবেশ অধিদফতরের সক্রিয় ভূমিকা নিশ্চিত করতে হবে এবং নিষিদ্ধ পলিথিন ব্যাগের উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহারকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে বলে তারা মত প্রকাশ করেন। বক্তারা বলেন, দেশে পলিথিন নিষিদ্ধের আইন থাকলেও, তার যথাযথ প্রয়োগ হচ্ছে না।

মানববন্ধনে জেলার বিভিন্ন উপজেলার ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রায় শতাধিক নারী উদ্যোক্তা উপস্থিত ছিলেন, যারা তাদের পরিবেশ সচেতনতার বার্তা প্রচারে একত্রিত হয়েছিলেন। তারা ক্ষুদ্র শিল্পের বিকাশের জন্য পরিবেশবান্ধব উপকরণ ব্যবহারের ওপরও গুরুত্বারোপ করেন।

মানববন্ধনকারীরা পলিথিনের বিকল্প হিসেবে প্রাকৃতিক ও পুনর্ব্যবহারযোগ্য পণ্যের প্রচলন বাড়ানোর আহ্বান জানান। তাদের মতে, এ ধরনের পণ্য ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধি পেলে পরিবেশের দূষণ হ্রাস পাবে এবং একটি স্বাস্থ্যকর ও টেকসই পরিবেশ গড়ে উঠবে।

এই বিভাগের আরো খবর