নওগাঁয় নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের পদত্যাগ দাবিতে মানববন্ধন

মো: এ কে নোমান, নওগাঁ:

নওগাঁর ধামইরহাটে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসূরা নূরের অপেশাদার আচরণ ও নার্সিং পেশা নিয়ে কটুক্তির প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে মানববন্ধন করেছে ধামইরহাট নার্সিং সংস্কার পরিষদ। ১৪ সেপ্টেম্বর সকাল ১১টায় স্থানীয় হাসপাতাল চত্বরে এই ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে নার্সিং সংস্কার পরিষদের সমন্বয়ক বিউটি বেগম বলেন, “২০১৬ সালে নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর প্রতিষ্ঠার পর থেকে দীর্ঘ ৮ বছর ধরে প্রশাসন ক্যাডারের বিভিন্ন কর্মকর্তারা দায়িত্ব পালন করছেন, কিন্তু এখনও যুগোপযোগী নিয়োগ বিধি, পদোন্নতি বা বদলি সহজীকরণের কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। মহাপরিচালকের কাছে সমস্যার কথা জানালে তিনি কোনো সমাধান দেননি, বরং অপেশাদার আচরণ করেছেন। আমি মনে করি, তিনি ব্যর্থ মহাপরিচালক এবং সম্মানের সঙ্গে পদত্যাগ করা উচিত।”

সংগঠনের আরেক সমন্বয়ক তারাজুল ইসলাম বলেন, “নার্সরা যদি ৪র্থ গ্রেডে নার্সিং কলেজের অধ্যক্ষের দায়িত্ব পালন করতে পারেন, তাহলে তারা নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্ব পালন করতে পারবেন না কেন?”

এছাড়া সমন্বয়ক রাবেয়া সুলতানা বলেন, “বর্তমানে বিএসসি ইন নার্সিং, এমএসসি ইন নার্সিং এবং পিএইচডি ডিগ্রিধারী পর্যাপ্ত সংখ্যক নার্স থাকা সত্ত্বেও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরসহ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলে প্রশাসনের কর্মকর্তারা দায়িত্বে আছেন, যা অযৌক্তিক। উচ্চ শিক্ষিত নার্সদের পদোন্নতির ব্যবস্থা এবং সুযোগ-সুবিধা নিশ্চিত করা না হলে রোগীরা প্রকৃত সেবা থেকে বঞ্চিত হবেন।”

এই বিভাগের আরো খবর