ধারাবাহিকে তানভীর মাসুদের ব্যস্ততা

বিনোদন প্রতিবেদক: নাটকে এই প্রজন্মের একজন দর্শকপ্রিয় অভিনেতা হয়ে উঠেছেন তানভীর মাসুদ। বিশেষত ধারাবাহিক নাটকেই তার রয়েছে বেশি ব্যস্ততা। দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক কায়সার আহমেদ পরিচারিত ‘বকুলপুর সিজন টু’ ধারাবাহিকে বোরহান চরিত্রে অভিনয় করে নতুন করে পরিচিতি পেয়েছেন তানভীর মাসুদ। এই ধারাবাহিকের শুরু থেকে এখন পর্যন্ত নিয়মিত অভিনয় করছেন তানভীর। এছাড়াও তানভীর অভিনয় করছেন কায়সার আহমেদ’র ‘যাদুনগর’, সঞ্জয় কান্ত’র ‘দক্ষিনের সমীকরণ’ ও তাসদিক শাহরিয়ার খানের ‘চার চক্কর’ ধারাবাহিকে। প্রতিটি ধারাবাহিকেই তিনি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন। প্রতি মাসেই মূলত ধারাবাহিক নাটকের শুটিং-এ তাকে ভীষণ ব্যস্ত থাকতে হয় বিধায় খ- নাটকের জন্য আলাদা সময় বের করা তার জন্য একটু কঠিনই হয়ে পড়ে। তারপরও ভালো গল্প এবং চরিত্র পেলে তানভীর অভিনয় করেন খ- নাটকেও। যেমন সাম্প্রতিক সময়ে তানভীর অভিনীত উল্লেখযোগ্য নাটক হলো ‘প্রতিহিংসা’,‘ কুফা কাদের’, ‘কালো মানুষের কষ্ট’, ‘লোভী’। গল্প ভালো বলেই আজ তানভীর মাসুদ তার জন্মদিনেও শুটিং-এ ব্যস্ত থাকবেন রাজধানীর অদূরে পূবাইলে। জিয়া উদ্দিন আলম পরিচালিত ‘প্রবাসীর স্ত্রী’ নাটকের শুটিং-এ ব্যস্ত থাকবেন তিনি। তানভীর মাসুদ বলেন,‘ আমি আমার অবস্থান নিয়ে বেশ সন্তুষ্ট। এক সময় স্বপ্ন ছিলো অভিনেতা হবো। আর এখন অভিনয়ই আমার পেশা, এটা ভাবতেই ভালোলাগে। গর্বে বুক ভরে উঠে। আমি আমার পরিচয় অভিনেতা দিতেই স্বাচ্ছন্দ্যবোধ করি। নিয়মিত নাটকে অভিনয় করছি, আমাকে যথেষ্ট গুরুত্ব দিয়ে নির্মাতারা নাটকে কাস্ট করছেন, এটাইতো অনেক বড় পাওয়া। দর্শকের কাছ থেকে প্রতিনিয়ত যে সাড়া পাচ্ছি তাতে সত্যিই আমি মুগ্ধ। আমি আমার প্রতিটি নাটকের প্রযোজক, পরিচালক, কাহিনীকার, ক্যামেরাম্যান, মেকাপ আর্টিস্ট’সহ সবার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ। কৃতজ্ঞ আমার শিল্পী পরিবারের কাছে। আর জন্মদিনে সবার কাছে দোয়া চাই।’ ‘অতীশ দীপঙ্কর বিশ^বিদ্যালয়’ থেকে ২০০৮ সালে এমবিএ সম্পন্ন করা অভিনেতা তানভীর মাসুদ লক্ষীপুরের রামগঞ্জের মো, আবুল হোসেন ভূঁইয়া ও জায়তুন আক্তারের প্রথম সন্তান। তার ছোট ভাই মাহবুব আলম।

এই বিভাগের আরো খবর