ধামইরহাটে হাত ধোয়া দিবস পালিত

জনসচেতনতা জোরালোর আহ্বান

মো: এ কে নোমান, নওগাঁ : 

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে ধামইরহাটে বর্ণাঢ্য কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়েছে। ১৫ অক্টোবর (মঙ্গলবার) সকাল ১০টায় উপজেলা প্রশাসন এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের যৌথ উদ্যোগে একটি বর্ণিল র‍্যালি আয়োজন করা হয়, যা উপজেলা পরিষদ চত্বর প্রদক্ষিণ করে। এই কর্মসূচিতে সহযোগিতা করে ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি, আর র‍্যালিতে অংশগ্রহণ করে ডাসকো ফাউন্ডেশন।

 

র‍্যালি শেষে উপজেলা পরিষদের হলরুমে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে হাত ধোয়ার অভ্যাসকে স্বাস্থ্য সুরক্ষায় অপরিহার্য হিসেবে তুলে ধরা হয়। সভায় সভাপতিত্ব করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিলন কুমার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন হাত ধোয়ার গুরুত্ব ও প্রয়োজনীয়তা নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন। তিনি বলেন, “সুস্থ জীবনযাত্রা নিশ্চিত করতে হাত ধোয়ার অভ্যাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিক উপায়ে হাত ধুলে সংক্রমণজনিত রোগের ঝুঁকি কমানো সম্ভব।”

 

আলোচনায় আরও অংশগ্রহণ করেন ওয়ার্ল্ড ভিশন ধামইরহাট এপি’র জুনিয়র প্রোগ্রাম অফিসার শারমিন আক্তার সুরভি এবং ডাসকো ফাউন্ডেশনের কমিউনিটি ডেভেলপমেন্ট অর্গানাইজার মোসাঃ আরিফা। সভাটি সঞ্চালনা করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।

 

উপস্থিত অতিথিদের মধ্যে ছিলেন ধামইরহাট প্রেসক্লাবের সভাপতি এম এ মালেক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুনুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, উপজেলা প্রকৌশলী আব্দুল হাকিম, বিএমডিএ’র সহকারী প্রকৌশলী আন্নাদুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা খোন্দকার মাক্বামাম মাহমুদা (রিপা) এবং ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার নাথন চৌকিদার ও জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন কোরাইয়া।

 

সভায় সাংবাদিকদেরও সক্রিয় অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য। ধামইরহাট প্রেসক্লাবের আহ্বায়ক মাসুদুর রহমান সরকার এবং মডেল প্রেসক্লাবের সভাপতি অনিন্দম মাহমুদ আলোচনায় অংশ নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে গণমাধ্যমের ভূমিকার ওপর আলোকপাত করেন।

 

এই কর্মসূচির মাধ্যমে সকল বক্তাই হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন। সভার উপসংহারে জানানো হয়, স্বাস্থ্যসচেতন সমাজ গঠনে এমন উদ্যোগগুলো অব্যাহত থাকবে। বক্তারা আশা প্রকাশ করেন, শিশুদের মধ্যেও এই সচেতনতা বাড়িয়ে স্বাস্থ্যসম্মত অভ্যাস নিশ্চিত করা যাবে। এই কর্মসূচি ধামইরহাটে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষায় নতুন দৃষ্টান্তস্থাপন করেছে।

এই বিভাগের আরো খবর