মোঃ এ কে নোমান, নওগাঁ:
নওগাঁর ধামইরহাটে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি ২০২৪-২৫ অর্থবছরের রবি মৌসুমে ৪ হাজার ৬০০ জন কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে ১০টায় ধামইরহাট উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক আল জুবায়ের, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিৎ কুমার কুন্ডু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনসুর আলী, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা জাহাঙ্গীর রাব্বি প্রমুখ।
কৃষি প্রণোদনার আওতায় ধামইরহাটের কৃষকদের জন্য সরিষা, মসুর ডাল, খেসারি ডাল, মুগ ডাল, ভূট্টা, সূর্যমুখী, চিনা বাদাম, গম, পিয়াজ এবং অরহড় চাষে সহায়তার লক্ষ্যে ডিএপি ও এমওপি সারসহ নির্দিষ্ট পরিমাণ বীজ বিতরণ করা হয়। এ প্রণোদনা কর্মসূচি কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে এবং তাদের জীবনযাত্রার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন তাঁর বক্তব্যে বলেন, “এই ধরনের প্রণোদনা কর্মসূচি কৃষিক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে সহায়ক হবে। সরকারের এমন সহায়তায় কৃষকরা উত্পাদনে আগ্রহী হয়ে উঠবেন এবং ফসল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনে ভূমিকা রাখবেন।”
অনুষ্ঠানের উপস্থিত কৃষকরা প্রণোদনা হিসেবে প্রাপ্ত বীজ ও সারের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, এসব সহায়তা তাঁদের কৃষিকাজে নতুন করে উৎসাহ যোগাবে।