মোঃ এ কে নোমান, নওগাঁ:
নওগাঁর ধামইরহাট উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা খাতুনকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার সকাল ১১টায় উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের উদ্যোগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রবিউল ইসলাম।
অনুষ্ঠানে আসমা খাতুনের শিক্ষানুরাগী ব্যক্তিত্ব ও শিক্ষক সমাজের প্রতি তাঁর আন্তরিক ভূমিকা স্মরণ করে বক্তব্য রাখেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা রীতা রানী মহন্ত, বীরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল বারী মন্ডল, ইসবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক এবং রাঙ্গামাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবু হেনা মুসা। বক্তারা তাঁর কর্মদক্ষতা ও শিক্ষা উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা উল্লেখ করেন এবং ধামইরহাটের শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য তাঁকে ধন্যবাদ জানান।
বিদায়ী বক্তব্যে আসমা খাতুন শিক্ষকতার মহৎ পেশার গুরুত্ব তুলে ধরে বলেন, “শিক্ষাই সমাজ পরিবর্তনের অন্যতম হাতিয়ার, যা সুশিক্ষিত ও সন্ত্রাসমুক্ত জাতি গঠনে ভূমিকা রাখে।” তিনি শিক্ষকদের প্রতি শিক্ষার্থীদের মধ্যে সঠিক নীতি ও মূল্যবোধ জাগ্রত করার আহ্বান জানান, যাতে ভবিষ্যতের বাংলাদেশ আরও উন্নত ও সমৃদ্ধ হয়ে ওঠে।
এ সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে ইউএনও আসমা খাতুনের প্রতি কৃতজ্ঞতা ও শুভকামনা জানানো হয়, যা ধামইরহাটের শিক্ষা ও প্রশাসনে তাঁর অবদানের প্রতি সম্মানসূচক নিবেদন।