দ্বিতীয় স্ত্রীকে পেট্রোল দিয়ে পুড়িয়ে মারার ঘটনায় স্বামী গ্রেফতার

গাজীপুর প্রতিনিধি: দাম্পত্য জীবনে কলহের জেরে দ্বিতীয় স্ত্রীকে পেট্রোল দিয়ে নৃশংসভাবে পুড়িয়ে হত্যা করার ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

মঙ্গলবার (২১ মে) রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের বাসনের নাওজোড় এলাকা থেকে স্বামী মিজানুর রহমান সুমনকে (২৮) গ্রেফতার করা হয়।

সুমন কুমিল্লা জেলার মুরাদনগর থানা সদরের মফিজুল ইসলামের ছেলে। তিনি ঢাকার তুরাগ থানার রানাভোলা এলাকায় প্রথম স্ত্রী ও একই এলাকার নয়াপাড়ায় দ্বিতীয় স্ত্রীকে নিয়ে বসবাস করতেন।

জানা যায়, সুমন তার প্রথম স্ত্রী শিমু ও দেড় বছরের শিশু সন্তানকে নিয়ে রানাভোলায় থাকতেন। দুই বছর আগে গোপনে বিলকিস (২৬) নামে আরেক নারীকে বিয়ে করে একই এলাকার নয়াপাড়ায় থাকতেন।

সুমনের বরাত দিয়ে র‌্যাব জানায়, দীর্ঘদিন যাবৎ দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সুমনের বনিবনা হচ্ছিল না। এরপর গত ১৯ মে সুমন গাড়ি করে বিলকিসকে নিয়ে ঘুরতে যায়।

ওইদিন বিকেল ৪টার দিকে সে কালিগঞ্জ থানার পূর্বাচলের ২৪ নম্বর সেক্টরে জঙ্গলের কাছে যায়। এরপর গাড়ি থেকে পেট্রোলভর্তি বোতল নিয়ে বিলকিসের গায়ে নিক্ষেপ করে। এরপর দিয়াশলাইয়ের জলন্ত শলা দিয়ে আগুন ধরিয়ে দ্রুত চলে যায় সুমন। পথচারীরা বিলকিসের চিৎকার শুনে বিলকিসকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে শেখ হাসিনা বার্ণ ইউনিটে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থানয় গত ২০ মে সকাল ৯টায় বিলকিস মারা যায়। এই ঘটনায় কালিগঞ্জ থানায় মামলা হয়। র‌্যাব মামলার ছায়া তদন্ত করতে গিয়ে গতকাল রাতে বাসন থানার নাওজোড় এলাকা থেকে সুমনকে গ্রেফতার করে।

র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১ এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া) মো. মিজানুর রহমান এই সংবাদ নিশ্চিত করেন।

আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর