দেশ

দ্বিতীয়বার শ্রেষ্ঠ ওসি হলেন চরফ্যাসন থানার ওসি মোরাদ

চরফ্যাসন( ভোলা) প্রতিনিধিঃ টানা ২য় বার ভোলা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন চরফ্যাসন থানার অফিসার ইনচার্জ মোঃ মোরাদ হোসেন। এপ্রিল /২৩ মাসিক অপরাধ ও কল্যান সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলায় রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা হয়।

মঙ্গলবার ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম-পিপিএম কর্তৃক মোরাদ হোসেনকে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এর আগে মার্চ মাসেও মাসিক অপরাধ ও কল্যান সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও আইন শৃঙ্খলায় রক্ষায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় তাকে জেলার শ্রেষ্ঠ অফিসার নির্বাচন করা হয়েছিলো।

এদিকে এ অর্জনে ভোলা জেলা পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম বিপিএম, পিপিএম সহ অত্র জেলার সকল সিনিয়র অফিসার এবং চরফ্যাসন থানার সকল সহকর্মীদের পাশাপাশি চরফ্যাসন থানাবাসীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন ওসি মোরাদ হোসেন । এবং এ ধারাবাহিকতা অব্যাহত রেখে থানা এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সকলের সর্বাত্নক সহযোগীতা কামনা করেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button