গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি :
গোয়ালন্দের দৌলতদিয়া যৌনপল্লীতে অভিযান চালিয়ে তিন ডাকাতকে ধারালো অস্ত্র সহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১৬ অক্টোবর) গভীর রাতে পল্লীর খিচুড়ি পট্টির নার্গিস বাড়িয়ালীর বাড়ি হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে দুইটি ধারালো দা এবং দুইটি ধারালো ছুরি উদ্ধার করে পুলিশ।
বুধবার বিকেল ৪ টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন গোয়ালন্দ ঘাট থানার ওসি রাকিবুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলো গোয়ালন্দ পৌরসভার নিলু শেখের পাড়ার মুনছের আলীর ছেলে সিদ্দিকুর রহমান চিতাই (৩৭), দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার মৃত কুটি শেখের ছেলে আজগর শেখ এবং দৌলতদিয়া মজিদ শেখের পাড়ার রব বেপারীর ছেলে শরীফ বেপারি।
পল্লীর কয়েকজন বাসিন্দা জানান, গত ১২ অক্টোবর শনিবার এ পল্লীতে যুবদল কর্মী ফারুককে কুপিয়ে হত্যার পর এবার ডাকাতির ঘটনায় তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যৌনপল্লীর নার্গিসের বাড়ির ভেতরে একদল সশস্ত্র ডাকাত অবস্থান করছে। পরে দ্রুত সময়ের মধ্যে থানার এস আই বিল্লাল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। এ সময় তিনজনকে ধারালো অস্ত্র সহ গ্রেফতার করা সম্ভব হয়।পালিয়ে যায় ডাকাত দলের অপর ৬-৭ জন সদস্য। গ্রেফতার হওয়া তিনজনের প্রত্যেকের বিরুদ্ধে ৫/৯ টি বিভিন্ন ধরনের মামলা রয়েছে।
এ ঘটনায় মামলা দায়ের শেষে ধৃত আসামিদেরকে রাজবাড়ীর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।