
নিজস্ব প্রতিবেদক।।
২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরো ১৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১১ জন ঢাকার ও দুজন ঢাকার বাইরের। এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪০ জনে।
এ ছাড়া, নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো দুই হাজার ৭৪২ জন ডেঙ্গু রোগী। তাদের মধ্যে ঢাকার এক হাজার দুই জন এবং ঢাকার বাইরের এক হাজার ৭৪০ জন।
মঙ্গলবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।।