জাতীয়

দেশে একদিনে ডেঙ্গুতে ১৪ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক ।।

 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশে একদিনে ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গু আক্রান্ত ঊ মৃত্যু হয়েছে ৩২৭ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭৫১ জন।

 

 

সোমবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

 

 

প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার (৬ আগস্ট) সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন দুই হাজার ৭৫১ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা এক হাজার ১১৯ জন ও ঢাকার বাইরের এক হাজার ৬৩২ জন।

 

 

এছাড়া ২৪ ঘণ্টায় মৃত ১৪ জনের ১০ জন রাজধানী ঢাকার বাসিন্দা, বাকি ৪ জন ঢাকার বাহিরের।

 

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৬৯ হাজার ৪৮৩ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩৬ হাজার ৭২০ জন। পাশাপাশি ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছেন ৩২ হাজার ৭৬৩জন।

 

একই সময়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫৯ হাজার ৫৮৪ জন। তাদের মধ্যে ঢাকার বাসিন্দা ৩১ হাজার ৮১০ জন এবং ঢাকার বাইরের ২৭ হাজার ৭৭৪ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button