চরফ্যাশন প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জের গুলিবিদ্ধ সাহসী সাংবাদিক বোরহান উদ্দিন মুজাক্কির হত্যার প্রতিবাদে দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১১ চরফ্যাশন সাংবাদিক ফোরামের উদ্যোগে মানববন্ধন আয়োজন করা হয়েছে।
এ কমসূচী সফল করতে চরফ্যাশনের সকল সাংবাদিকের প্রতি আহবান জানিয়েছেন চরফ্যাশন সাংবাদিক ফোরামের সভাপতি এ আর এম মামুন ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারী নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষের ভিডিওধারণকালে হামলাকারীরা তাকে ধরে নিয়ে প্রকাশ্যে গুলি করে। এসময় তার শরীরে ২৬টি স্পিন্টারবিদ্ধ হয়। তিনদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে ২১ ফেব্রুয়ারী রাতে মৃত্যুর কাছে হেরে যান। সাংবাদিক মুজাক্কির হত্যার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে ২০ ফেব্রুয়ারী বিএমএসএফ’র পক্ষ থেকে দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ঘোষণা করে। তার সাথে একমত পোষণ করে চরফ্যাশন সাংবাদিক ফোরাম মানববন্ধনের আয়োজন করেছেন।