চরফ্যাশন প্রতিনিধি৷৷ভোলা জেলার চরফ্যাশন উপজেলার আসলাম পুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড উমরপুর গ্রামের আঃ লতিফ (৮০), নামের এক বৃদ্ধকে বাংলাদেশ বিমান বাহিনীর নিম্নমান সৈনিক মোঃ যোবায়ের কর্তৃক পুকুরের পানিতে ডুবিয়ে হত্যার চেষ্টা করার অভিযোগ পাওয়া গেছে।
আ: লতিফের ছেলে জসিম অভিযোগ করেন-
গত ৫ জানুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় নামাজ পড়ে বাড়ি ফেরার পথে আ: লতিফকে উমরপুর রাহমানিয়া জামে মসজিদ সংলগ্ন পুকুরে ডুবিয়ে হত্যার চেষ্টা করেন বিমান সৈনিক যোবায়ের। স্থানীয় মুসল্লিরা আঃ লতিফকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করেন।