চরফ্যাসন প্রতিনিধি।। ভোলার চরফ্যাসন পৌরসভা ৪ নং ওয়ার্ডের বাসিন্দা শিল্প মন্ত্রণালয়ের অধীনের বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট (বিআইএম) প্রশিক্ষণ কেন্দ্রের অবসরপ্রাপ্ত পরিচালক আবদুল কাদিরকে গত মার্চ তার ভাই রফিকুল ইসলাম সহ ১০/১২ জন হামলা করে হত্যার চেষ্টা অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হলেও এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা হয়নি।
আবদুল কাদির অভিযোগ করেন জমি জমা নিয়ে বিরোধের জের গত ২৩ মার্চ বাড়ির পুকুর পাড়ে গেলে রফিকুল ইসলাম সহ ১০/১২ তার উপর হামলা করে মাথায় কাঠ দিয়ে আঘাত করে হত্যার চেষ্টা করেন। এসময় কাঠের লাঠির আঘাতে মাথা ফেটে যায় এবং হাত ভেঙে যায়। আহত অবস্থায় চরফ্যাসন হাসপাতালে ভর্তি হন। ওই দিন রফিকুল ইসলামের ছেলে জাহিদ ও তার স্ত্রী ফাতেমা মিথ্যা অসুস্থ দেখিয়ে হাসপাতালে ভর্তি হয়ে রাতে হত্যার উদ্দেশ্যে আমার উপর আরেক দফা হামলা চালায়। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে।