Home ভোলা চরফ্যাশন চরফ্যাশনে খালের দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

চরফ্যাশনে খালের দু’পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু

534
0
SHARE

চরফ্যাশন প্রতিনিধি ॥ ভোলার চরফ্যাশন বাজার খালের শাখা-১ (লঞ্চঘাট খাল) উদ্ধারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড ও জেলা প্রশাসন। সোমবার সকাল ১০টায় জেলা প্রশাসকের পক্ষে নির্বাহী ম্যাজিষ্ট্রেট জগৎবন্ধু মন্ডল খাল উদ্ধার অভিযান শুরু করেছে। অভিযানে চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদসহ আইন শৃঙ্খলা বাহিনীর লোকজন উপস্থিত ছিলেন। অভিযানের প্রথম দিনে চরফ্যাশন বাজার খালের শাখা-১ (যা লঞ্চঘাট খাল নামে পরিচিতি) এর বুকচিড়ে গড়ে উঠা ৭টি স্থাপনা গুড়িয়ে দেয়া হয়েছে। পর্যায়ক্রমে শাখা খাল-১ দখল করে গড়ে উঠা সকল স্থাপনা উচ্ছেদ করা হবে। এতথ্য নিশ্চিত করেছেন চরফ্যাশন পানি উন্নয়ন বোর্ড এর নির্বাহী প্রকৌশলী হাসান মাহমুদ।