Home ভোলা চরফ্যাশন চরফ্যাশনে অটোরিকশা –  ট্রলির মূ‌খোমূ‌খি সংর্ঘষে স্কুল শিক্ষক নিহত

চরফ্যাশনে অটোরিকশা –  ট্রলির মূ‌খোমূ‌খি সংর্ঘষে স্কুল শিক্ষক নিহত

83
0
SHARE
চরফ্যাশন প্রতিনিধি।।
 ভোলার চরফ্যাশনের  কাশেমগঞ্জ বাজারে সোমবার দুপুরে অ‌টো‌রিক্সা ও ট্রলির মূ‌খোমূ‌খি সংর্ঘষে  মাওলানা এরশাদ (৫২) নামের এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। এসময়ে অজ্ঞাত নামা আরো ২জন আহত হয়েছেন। আহতরা চরফ্যাশন  স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
 নিহত মাওলানা এরশাদ দক্ষিণ মাদ্রাজ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। সে চরফ্যাশন সাংবাদিক ফোরামের সহ-সভাপতি মিজানুর রহমান সোহেলের পিতা।
মরহুমের অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চরফ্যাশন সাংবাদিক ফোরামের সভাপতি এ আর এম মামুন।