দুর্নীতি প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষে বিতর্ক রচনা লিখন র‍্যালী ও মতবিনিময়

বিজয় রায়, রাণীশংকৈল (ঠাকুরগাঁও): 

রুখবো দুর্নীতি,গড়বো দেশ হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুর্নীতি  বিরোধী বিতর্ক ও রচনা  প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মে) সকালে রাণীশংকৈল ডিগ্রি কলেজ হলরুমে এ প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে এবং  দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় এর সহযোগিতায় বক্তিতা, রচনা লিখন ও বির্তক প্রতিযোগিতা শেষে এক র‍্যালী অনুষ্ঠিত হয়। বিতর্ক প্রতিযোগিতায় বিষয় ছিল, “জনসচেতনতা বৃদ্ধি করা ব্যতীত দুর্নীতি নির্মূল কোন ক্রমেই সম্ভব নয় ” এর পক্ষে ও বিপক্ষে বিতর্ক। আলচনা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আনোয়ারুল ইসলাম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রকিবুল হাসান, সাবেক সাংসদ ইয়াশিন আলী, শিক্ষা কর্মকর্তা তোবারক হুসেন, অধ্যক্ষ জাকির হোসেন, প্রধান শিক্ষক আবু শাহেনশাহ ইকবাল,দুর্নীতি প্রতিরোধ কমিটির সম্পাদক প্রশান্ত বসাক প্রমুখ। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয় রাণীশংকৈল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,এবং রানার্সআপ সরকারি আলিমুদ্দীন উচ্চ বিদ্যালয়।

এই বিভাগের আরো খবর