বিনোদন প্রতিবেদক: স্যাটেলাইট চ্যানেল দীপ্ত টিভিতে প্রচার হচ্ছে বাংলায় ডাবিংকৃত তুর্কি ধারাবাহিক ‘ভালোবাসা ফিরে এলো’। তুরস্কের জনপ্রিয় সিরিয়াল ‘আশ্ক ইয়েনিদেন’র বাংলা নাম ‘ভালোবাসা ফিরে এলো’। ধারাবাহিকটি প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতি প্রতিদিন সন্ধ্যা ৬টায় ও রাত ৮-৩০মিনিটে প্রচার হচ্ছে। তানজিনা রহমান বর্ণা ও মাহমুদুল হাসান মুরাদের তত্ত্বাবধানে ধারাবাহিকটির অনূদিত সংলাপ রচনা ও সম্পাদনায় দীপ্ত টিভির নিজস্ব সংলাপ রচয়িতার দল। কণ্ঠাভিনয়ের সার্বিক তত্ত্বাবধানে নাহিদ আখতার ইমু ও জয়শ্রী মজুমদার লতা। ডাবিং প্রজেক্ট ডিরেক্টর রুবাইয়া মাতিন গীতি এবং প্রযোজনা করেছেন মাসুদ মিয়া। ‘ভালোবাসা ফিরে এলো’ ধারাবাহিকটির বিভিন্ন পর্ব দীপ্ত টিভির ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লে, ইউটিউব এবং ফেসবুকে দেখা যাচ্ছে। ‘ভালোবাসা ফিরে এলো’ নাটকের নতুন পর্বের কাহিনিতে দেখা যাবে একদিকে অ্যারতান অন্যদিকে ভাহিত যেন বিষিয়ে তুলেছে যেইনেপ আর মেরিয়েমের জীবন কোনোভাবেই ওদের হাত থেকে পরিত্রাণ পাচ্ছে না। ভাহিত মেরিয়েমের কোম্পানিটা ওর নামে লিখে দেওয়ার শর্তে ওদের জীবন থেকে চলে যাওয়ার কথা দেয়। কিন্তু মেরিয়েম কোনোভাবেই ওর ব্যপারে নিশ্চিন্ত হতে পারে না। শেভকেত তাই পথের কাঁটা দূর করার জন্য মেরিয়েমের অগোচরে ভাহিতকে কিডন্যাপ করে। একই সময়ে মেরিয়েমও অ্যারতানকে কিডন্যাপ করে বোটে নিয়ে আসে। দু’জন মুখোমুখি হয়। কী হবে এবার? ঘটনার ঠিক এ পর্যায়ে বাবা মাকে বোটের রুমে আটকে রেখে অ্যারতান ও ভাহিতকে নিয়ে পালিয়ে যায় ফাতিহ ও যেইনেপ। প্রতিটা পর্বেই এমন সব মজার ঘটনা ঘটতে থাকে।