
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ এলাকায় বেপরোয়া ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ফ্রান্সিস সরেন(৫৫) নামে এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছে।
বুধবার (০৯ জুলাই) সকাল ১০ টায় দিনাজপুর-রংপুর মহাসড়কে দিনাজপুর সদর উপজেলার গোপালগঞ্জ হাটের অদুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ফ্রান্সিস সরেন দিনাজপুর সদর উপজেলার পশ্চিম শিবরামপুর গ্রামের মৃত সোনা সরেন-এর পুত্র।
স্থানীয়রা জানান, বাইসাইকেল নিয়ে বাড়ী থেকে বের হয়ে গোপালগঞ্জ বাজারের দিকে যাচ্ছিলো ফ্রান্সিস সরেন। পথিমধ্যে দিনাজপুরগামী একটি ট্রাক বেপরোয়া গতিতে তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে সে পড়ে গেলে তাকে পিষ্ট করে পালিয়ে যায় ট্রাকটি।
খবর পেয়ে দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মী ও কোতোয়ালি পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
দিনাজপুর কোতোয়ালি থানার এস আই দেবীকান্ত ঘটনাটি নিশ্চিত করেছেন।