দেশ

দিনাজপুরের পার্বতীপুরে স্বামী হত্যার দায়ে স্ত্রী’র যাবজ্জীবন কারাদন্ডাদেশ

দিনাজপুর প্রতিনিধি :

দিনাজপুরের পার্বতীপুরে স্বামীকে হত্যার দায়ে শরিফা বেগম (২৫) নামে এক গৃহবধুকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সাথে তাকে ১৫ হাজার টাকা জরিমানা অনাদায়ের আরও ৬ মাসের কারাদন্ডের আদেশ দেয়া হয়।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিনাজপুরের অতিরিক্ত দায়রা জজ আদালত-২ এর বিজ্ঞ বিচারক শ্যাম সুন্দর রায় এই আদেশ প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দিনাজপুর জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট রবিউল ইসলাম রবি।

দন্ডপ্রাপ্ত শরিফা বেগম দিনাজপুরের পার্বতীপুর উপজেলার চান্দোয়াপাড়া গ্রামের শাহাজাদ হোসেনের স্ত্রী এবং একই উপজেলার ভোটগাছ গ্রামের মোঃ শফিকুল ইসলামের মেয়ে।

মামলার বিবরনে জানাযায়, ২০২০ সালের শেষের দিকে স্বামী শাহাজাদ হোসেন টাঙ্গাইলে একটি অটোরাইস মিলে কাজ করতে যায়। স্বামী সেখানে সাত মাস অবস্থানকালে দিনাজপুরের পার্বতীপুরে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে স্ত্রী শরিফা বেগম। সাতমাস পর গত ২০২১ সালের ১৪ এপ্রিল শাহাজাদ হোসেন বাড়ীতে ফিরে আসলে স্ত্রী শরিফা বেগম তাকে ঘুমের ওষুধ খাইয়ে অচেতন করে শ্বাসরোধ করে হত্যা করে। এই ঘটনায় শাহাজাদ হোসেনের ছোটভাই মমিনুর রহমান বাদী হয়ে শরিফা বেগমকে একমাত্র আসামী করে পার্বতীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করে।

আদালতে মামলার স্বাক্ষ্যপ্রমান শেষে বিচারক মঙ্গলবার এই রায় ঘোষনা করেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button