
খুলনা প্রতিনিধি।। খুলনার সদর থানাধীন দারোগা পাড়া এলাকায় রবিবার বিকালে ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এসময় এলাকাবাসী ছিনতাইকারীকে আটক করে গণধোলাই দিয়ে খুলনা সদর থানায় সোপর্দ করেছে। পরে এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করেছেন ভুক্তভোগী নারী।
ভুক্তভোগী নারী জানান, গ্লাস কোমর এলাকার কাছে কলেজের স্কুলের পাশে দারোগা পাড়া গলিতে সুমন নামের এক বখাটে তাকে উত্তপ্ত করে। ভুক্তভোগী একপর্যায়ে প্রতিবাদ করতে গেলে তার সাথে ধস্তাধস্তি হয়। ছোট ইটের গুলিতে নির্জন এলাকা পেয়ে শহীদ সরোয়ার সুমন ৪০ পিতা মনিরুল ইসলাম ২০২/১ টুটপাড়া মেইন রোডে তাকে শারীরিকভাবে হেনস্থা করতে থাকে। দস্তাধস্তির এক পর্যায়ে গলার চেইন ছিনিয়ে নেয়। মানুষের সাহায্যের জন্য ভুক্তভোগী চিৎকার করলে স্থানীয় জনগণ তাকে উদ্ধার করে সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে এরপর বখাটে সুমনকে গণধোলাই দিয়ে খুলনা সদর থানা পুলিশের নিকট তুলে দেন। স্থানীয় জনগণ বাদী হয়ে খুলনা সদর থানায় ৩২৩, ৩৫৪, ৩৭৯ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের করেন যার মামলা নং ৩৭।