দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাস করলে তার দায় বিএনপি নেবে না: মেজর হাফিজ

তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা:
ভোলা-৩ আসনের ৬ বারের সাবেক এমপি, সাবেক মন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির ভাইস-চেয়ারম্যান মেজর (অব.) হাফিজ উদ্দিন আহাম্মেদ বীর বিক্রম বলেছেন, গণমানুষের
সমর্থনে ছাত্রজনতার গণ-বিপ্লবের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতনের পর আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। আমরা এখন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের নাগরিক। জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়ে কখনো কোন স্বৈরাচার টিকে থাকতে পারেনি তেমনি হাসিনাও পারে নাই। ক্ষমতা ছেড়ে তাকে পালিয়ে যেতে হয়েছে।

বুধবার (১৪ আগষ্ট) দুপুর ১২ টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে
দীর্ঘ ১৬ বছর পর তজুমদ্দিন আগমন উপলক্ষে গণসংবর্ধনা অনুষ্ঠানে মেজর হাফিজ এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আ’লীগ দিনের ভোট রাতে করার মাধ্যমে দেশে ব্যাপক লুটপাটের রাজনীতি করেছিল। দলের নাম ভাঙ্গিয়ে কেউ সন্ত্রাস, চাঁদাবাজি, লুটপাট করলে তার দায়দায়িত্ব বিএনপি নেবে না। কোনভাবে অবৈধ ক্ষমতা ব্যবহার করা যাবে না। কেউ এমনটি করলে তাকে দল থেকে বহিস্কার করা হবে।

তজুমদ্দিন উপজেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোস্তফা মিন্টুর সভাপতিত্বে ও সদস্য সচিব ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় অনুষ্ঠানের আরো বক্তৃতা করেন, তজুমদ্দিন উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান, একেএম মহিবুল্যাহ নাগর, আলী হায়দার চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন হাওলাদার, সাবেক সাংগঠনিক সম্পাদক মাকসুদুর রহমান, ভোলা জেলা বিএনপির আইনজীবি ফোরামের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম বাছেদ পাটওয়ারী, উপজেলা জাতীয়তাবাদী ওলামাদলের সভাপতি মাওঃ জাহাঙ্গীর, ইউনিয়ন বিএনপি সভাপতি মহিউদ্দিন জুলফিকার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সোহরাওয়াদী মেডিকেল কলেজের সমন্বয়কারী দ্বিতীয় বর্ষের মেধাবী ছাত্রী ইসমাত জাহান তৃশা প্রমূখ।
পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় নিহত তজুমদ্দিনের মনির হোসেনের পরিবারকে মেজর হাফিজ ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন।

এই বিভাগের আরো খবর