এম এইচ শাহীন, গাজীপুর: জাতীয়তাবাদী দল বিএনপি’র দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গাজীপুরের কালিয়াকৈরে ইউনিয়ন পর্যায়ের বিএনপি’র দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার হওয়া দুজন হলো, ফুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম-সম্পাদক মো. আজিজুল ইসলাম আজিজ এবং সহ-সভাপতি সোরহাব সরকার।
কালিয়াকৈর উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম আজিম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা, নীতি ও আদর্শ পরিপন্থী সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুস্পষ্ট প্রমাণ থাকায় বিএনপির কালিয়াকৈর উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমে ওই দুজনকে স্থায়ীভাবে বহিষ্কার করা হলো।