দক্ষিণ আইচা বাজারে জামায়াতে ইসলামীর সুধী সমাবেশ 

মাহফুজর রহমান মমিন: বাংলাদেশ জামায়াতে ইসলামী দক্ষিণ আইচা থানা শাখার উদ্যোগে ২৮ অক্টোবর সোমবার বিকেলে

 

দক্ষিণ আইচা বাজারে ব্যবসায়ী ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। চর মানিকা ইউনিয়নের জামায়াতের সভাপতি ডাঃআজাদের পরিচালনায় থানা

 

সমাবেশে প্রধান অতিথি ছিলেন ভোলা জেলা দক্ষিণ আইচা থানা জামায়াতের সভাপতি মাওলানা মোঃ জাইদুল ইসলাম । বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ আইচা থানা জামায়াতের সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন বাসার

আঃআজিদ মাওলানা আলমগীর মিজানুর রহমান মাওলানা হারুন রশীদ প্রমুখ।

সমাবেশ বক্তারা বলেন,আজ রক্তাক্ত ২৮ অক্টোবর। ২০০৬ সালের এই দিনে এ দেশের রাজনীতির ইতিহাসে এক কলংকজনক অধ্যায় রচিত হয়। চারদলীয় জোট সরকারের শেষ সময়ে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের সমাবেশ থেকে প্রকাশ্য দিবালোকে লগি-বৈঠা দিয়ে তরতাজা তরুণদের পিটিয়ে হত্যা করা হয়। এ নির্মম হত্যাকান্ড ও পাশবিকতায় কেঁদেছে বাংলাদেশ, কেঁদেছে বিশ্বমানবতা। জাতিসংঘের তৎকালীন মহাসচিব থেকে শুরু করে সারাবিশ্বে ওঠে প্রতিবাদের ঝড়। শুধু হত্যাই নয়, মৃত লাশের উপর নৃত্য করার দৃশ্যও প্রত্যক্ষ করে বিশ্ববাসী। এটা শুধুমাত্র নৃশংস হত্যাকান্ডই নয়, এর মধ্যদিয়ে বাংলাদেশের গণতন্ত্রের স্বাভাবিক পথ চলা ব্যাহত হয়, ঘটে ব্যত্যয়। সর্বত্র বিচারহীনতার সংস্কৃতি থেকে বেড়িয়ে আসার শ্লোগান দেখা গেলেও এই নির্মম ঘটনার বিচার হতে দেখেনি দেশবাসী। আটাশ অক্টোবর বাংলাদেশের ইতিহাসে মানবতাবিরোধী অপরাধের এক কলংকজনক দিবস।

 

পতিত লেডি হিটলার এই হত্যাকান্ডের মাষ্টার মাইন্ড। তারা ২৮ অক্টোবরের ঘটনায় জড়িতদের গ্রেফতার ও ফাঁসি দাবী করেন।

এই বিভাগের আরো খবর