দক্ষিণ আইচায় ১৫ জেলেকে আটক করেছে পুলিশ

চরফ্যাশন প্রতিনিধি।।
দক্ষিণ আইচায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে ১৫ জন জেলে সহ ৮০০ মিটার জাল আটক করেছে দক্ষিণ আইচা থানা পুলিশ।

মঙ্গলবার (২৪ অক্টোবর) রাত ১০ টার সময় দক্ষিণ আইচা থানাধীন নজরুল নগর ইউনিয়নের বাবুরহাট লঞ্চঘাট সংলগ্ন তেতুলিয়া নদী থেকে তাদের আটক করা হয়।

এ তথ্য নিশ্চিত করে দক্ষিণ আইচা থানার এসআই হাসান সিকদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ ওসি সাঈদ আহমেদের নির্দেশক্রমে পুলিশের একদল চৌকস টিম নিয়ে মঙ্গলবার রাতে বাবুর হাট লঞ্চ ঘাট সংলগ্ন তেতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ৪ টি ইঞ্জিন চালিত নৌকা, অনুমান ১০ কেজি পচনশীল ইলিশ মাছ ও ৮০০ মিটার জাল সহ ১৫ জন জেলেকে আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন-মিরাজ, ইয়াছিন, শাহিন, সোহেল, ইউসুফ, সবুজ, বশির, জাকির হোসেন, মো. জসিম, মো. রিয়াজ, মো. অরিফ, জহির, নয়ন, আখতার, মো. বিল্লাল। এদের মধ্যে ১৪ জন জেলে দুলারহাট থানাধীন আহাম্মদপুর ৮ এবং ৯ নম্বর ওয়ার্ডের অন্য একজন জেলে একই উপজেলার শশীভূষণ থানার কলমি ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সাঈদ আহমেদ (পিপিএম) জানান, নদীতে মা ইলিশ ধরা অবস্থায় হাতেনাতে এসব জেলেদের আটক করা হয়। আটককৃত জেলেদের বিরুদ্ধে মৎস্য আইনে নিয়মিত মামলা দায়ের করে বুধবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এবং জব্দকৃত ৮০০ মিটার জাল, ও ৪ টি নৌকা থানা হেফাজতে রয়েছে। এছাড়া জব্দকৃত ইলিশ মাছগুলো পচনশীল হওয়ায় এতিমখানায় ও স্থানীয় লোকজনের মাঝে বিতরণ করা হয়।

এই বিভাগের আরো খবর