দেশ

দক্ষিণ আইচায় অগ্নি-নির্বাপণ  মহড়া

এম আর মমিন:

চরফ্যাশন উপজেলার দক্ষিণ আইচা থানা কম্পাউন্ডে দুর্ঘটনা জনিত অগ্নিকাণ্ড নিরসন, জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ও অগ্নি-নির্বাপণের বিভিন্ন কলা-কৌশল সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ভোলার দক্ষিণ আইচা থানা পুলিশ এবং ফায়ার সার্ভিস এর সমন্বয়ে অগ্নি-নির্বাপণ যৌথ মহড়া অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল ১১টার সময় দক্ষিণ আইচা থানা কম্পাউন্ডে কৃত্রিম অগ্নিকাণ্ডের পরিস্থিতি সৃষ্টি করা হয়। দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ মোঃ শাখাওয়াত হোসেন, সামগ্রিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা তদারকির প্রয়োজনীয়তা এবং যেকোন জরুরী অবস্থায় করণীয় সম্পর্কে আলোকপাত করেন। মহড়ায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে অগ্নি-নির্বাপণ যন্ত্র ও কিভাবে আগুন নেভাতে হয়। বহুতল ভবনে আটকে পরা লোকজনদের জীবন কি ভাবে বাঁচানো যায় সেই বিষয় দিকনির্দেশনা দেন ফায়ার সার্ভিস স্টেশন কমান্ডার আসাদুজ্জামান।

এসময় দক্ষিণ আইচা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আবু সাঈদ সহ থানা ও ফায়ার সার্ভিস অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button