খেলাধুলা

থাইল্যান্ডের স্পিনার নাত্তায়া ইতিহাস গড়লেন

খেলাধুলা ডেস্ক:

থাইল্যান্ডের স্পিনার নাত্তায়া বুচাথাম ইতিহাস গড়লেন।

তিনি আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ এশিয়া অঞ্চলের বাছাইপর্বে কুয়েতের বিরুদ্ধে খেলায় তিন উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে ১০০ উইকেটের মাইলফলক স্পর্শ করলেন ।

এমনিতে এ টুর্নামেন্ট দুর্দান্ত কাটছে তাঁর। সর্বশেষ ৩ ম্যাচে বুচাথামের বোলিং ফিগার এমন-৫ রানে ৫ উইকেট, ২ রানে ২ উইকেট, ৩ রানে ৩ উইকেট। মেয়েদের টি-টোয়েন্টিতে বুচাথামের রেকর্ডও দুর্দান্ত।
সোমবার ৭২তম ইনিংসে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন তিনি। তাঁর চেয়ে দ্রুততম সময়ে এ মাইলফলক আছে আর একজনের- ইংল্যান্ডের সোফি একলস্টোনের লেগেছিল ৭১ ইনিংস।

তবে গড় ও ইকোনমি রেটে সবার চেয়ে এগিয়ে ৩৬ বছর বয়সী থাই বোলার। মেয়েদের আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে যে কজনের ১০০ উইকেট আছে, একমাত্র তারই গড় ১০০-এর নিচে। ১০১ উইকেট তিনি নিয়েছেন ৯.৯৬ গড়ে।

এখন পর্যন্ত ক্যারিয়ারে ওভারপ্রতি মাত্র ৪.১ রান খরচ করেছেন বুচাথাম। যাঁদের কমপক্ষে ১০০ উইকেট আছে, তাঁদের মধ্যে এটিই সেরা। বুচাথামের পরে দুইয়ে আছেন পাকিস্তানের নিদা দার, তাঁর ইকোনমি রেট ৫.৫২।

১২৮ উইকেট নিয়ে এই তালিকার শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার মেগান শুট। এরপর রয়েছেন পাকিস্তানের নিদা দার (১২৬), ওয়েস্ট ইন্ডিজের আনিসা মোহাম্মদ (১২৫), অস্ট্রেলিয়ার এলিস পেরি (১২৩), নিউজিল্যান্ডের সোফি ডিভাইন (১১০) ও দীপ্তি শর্মা (১১০)।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button