তুরস্কের ধ্বংসস্তূপে নিখোঁজ সেই ফুটবলার জীবিত উদ্ধার

ক্রীড়া প্রতিবেদক:  তুরস্কের ধ্বংসস্তূপে আটকে থাকা ঘানার ফুটবলার ক্রিশ্চিয়ান আটসুরকে জীবিত উদ্ধার করা হয়েছে।

আজ মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় ।

তুরস্কে ভূমিকম্পের পর অসংখ্য মানুষের মৃত্যু হয়েছে। আতসুকে খুঁজে না পেয়ে সেই আতঙ্ক ও তৈরি হচ্ছিল সমর্থকদের মনে। শেষ পর্যন্ত উদ্ধার করা গিয়েছে তাঁকে। চোট রয়েছে আতসুর।

ইংল্যান্ডের দুই ক্লাব চেলসি ও নিউক্যাসলে খেলেছেন আটসু। তুরস্কের কাহরামানমারা এলাকায় অবস্থিত তার ক্লাব হ্যাটেস্পোরো। সেখানে মারাত্মক প্রভাব ফেলেছে ভূমিকম্প। ৩১ বছর বয়সী এই ফুটবলার আটক পড়েন সেখানে।

তুরস্কের এক সাংবাদিক বলেন, ‘ক্রিশ্চিয়ান আটসু জীবিত। তাকে উদ্ধার করা হয়েছে। ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের মধ্যে আটকে পড়েছিলেন তিনি। শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তার। এ ছাড়া ডান পায়ে চোট রয়েছে। হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে আটসুকে।’

এ ঘটনায় ক্লাবটির ক্রীড়া পরিচালক টানের সাভুটও আটকা পড়েছিলেন। আটসুকে উদ্ধার করা গেলেও এখনো সাভুটের সন্ধান চলছে। তবে ধারণা করা হচ্ছে, ধ্বংসস্তূপের মধ্যে আটকে আছেন তিনি। এদিকে গত ২৪ ঘণ্টার মধ্যে একাধিকবার ভূমিকম্প হয়েছে তুরস্কে।

এই বিভাগের আরো খবর