দেশ

তাড়াশে সুবিধাভোগীদের সাথে অধ্যাপক ডা. আব্দুল আজিজ এমপি’র মতবিনিময় সভা 

মোহাম্মদ শাহ্‌ ফরহাদ, সিরাজগঞ্জ :

শেখ হাসিনার দিন বদলে, সমাজসেবা এগিয়ে চলে এই স্লোগানের আলোকে সিরাজগঞ্জের তাড়াশে ইউনিয়ন পর্যায়ে সামাজিক সুরক্ষা আওতাধীন সুবিধাভোগী ব্যক্তিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

এ উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ১১ টার দিকে ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন এবং ৫নং নওগা ইউনিয়ন পরিষদের আয়োজনে আমবাড়িয়া দাখিল মাদ্রাসা খেলার মাঠ চত্বরে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

উক্ত আলোচনা ও মত বিনিময় সভায় ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনুজীববিদ প্রভাষক মোঃ মেহেদী হাসান ম্যাগনেটের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৩ (তাড়াশ-রায়গঞ্জ- সলঙ্গা) আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. মোঃ আব্দুল আজিজ।

 

এমপি তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার তাড়াশ সহ সারা দেশে অসহায় অস্বচ্ছল হত দরিদ্র বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃভাতা,শিশু ভাতা, প্রতিবন্ধী ভাতা সহ বিভিন্ন ভাতা চালু করে দিয়েছেন।

 

আওয়ামী লীগ সরকারের বিভিন্ন উন্নয়নের দিক তুলে ধরে এমপি বলেন, আওয়ামী লীগ উন্নয়নে বিশ্বাসী। মাগুড়া বিনোদ ইউনিয়ন জনপদের যত উন্নয়ন হয়েছে তা আওয়ামী লীগ সরকার করেছে। আগামী নির্বাচনে আবারও শেখ হাসিনার নৌকায় ভোট চাইলেন তিনি।

 

অত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার এ কে এম মনিরুজ্জামান। উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম বাচ্চু ও খলিলুর রহমান।

 

আরও উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা ছাত্রলীগের সভাপতি ইকবাল হাসান রুবেল, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সুলতান মাহমুদ। নওগাঁ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাই সরকার। মাগুড়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শিহাব উদ্দিন মিঠু। মাগুড়া বিনোদ ইউনিয়ন যুব লীগের সভাপতি জিয়াউর রহমান জিয়া। নওগাঁ ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন। মাগুড়া বিনোদ ইউনিয়ন ছাএলীগের সভাপতি মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক হাসান আলী ফাহ্। মাগুড়া বিনোদ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য ইব্রাহিম হোসেন মৃধা।

 

 

এছাড়া উপজেলা আওয়ামী লীগ ও সকল ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও জনপ্রতিনিধিগণ সহ মাগুড়া বিনোদ এবং নওগাঁ ইউনিয়নের বিভিন্ন সুবিধাভোগী ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button