দেশ

তাড়াশে বিট পুলিশিং এর মত বিনিময় সভা অনুষ্ঠিত

মোহাম্মদ ফরহাদ হোসেন,সিরাজগঞ্জ।।

সিরাজগঞ্জের তাড়াশে গতকাল ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়নের ৬নং ওয়ার্ড হামকুড়িয়া খান পাড়া ৮নং ব্রিজ সংলগ্ন তাড়াশ থানার আয়োজনে বিট পুলিশিং মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

পুলিশই জনতা-জনতাই পুলিশ’ এই স্লোগানকে সামনে রেখে মাদক নির্মূল, বাল্যবিয়ে বন্ধ ও যৌন হয়রানি, জুয়া, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই প্রতিরোধে সকলের মধ্যে সচেতনতা মূলক বিট পুলিশিং মত বিনিময় সভা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম,তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, ৪নং মাগুড়া বিনোদ ইউনিয়নের চেয়ারম্যান মোঃ মেহেদি হাসান ম্যাগনেট, ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ ইব্রাহিম মৃধা, হামকুড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফুল ইসলাম, হামকুড়িয়া পশ্চিম পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম মোল্লা, আ.লীগ কর্মী মোঃ নজরুল ইসলাম মোল্লা সহ অত্র ওয়ার্ডের সচেতন জন সাধারণ।

এ বিষয়ে তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শহিদুল ইসলাম বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশ থেকে সকল প্রকার অপরাধমূলক কর্মকান্ড দূর করতেই আমাদের দায়িত্ব দিয়েছেন। সমাজ থেকে বাল্য বিবাহ,  চুরি, ডাকাতি ও ছিনতাই, মাদক সহ সবধরনের অপরাধ দমন করতে পুলিশ বাহিনী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এক্ষেত্রে  জনগণের সহযোগিতা একান্ত কাম্য। সবার সম্মিলিত প্রাচেষ্টাই পারে সমাজ থেকে অপরাধকে দমন করতে। আসুন আমরা সবাই অপরাধকে না বলি।

বিট পুলিশিং মত বিনিময় সভা আয়োজন করে বিট পুলিশিং সভায় উপস্থিত সকলের মধ্যে মাদক, জুয়া, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধকল্পে নির্দেশনা ও মতবিনিময় করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৪নং মাগুড়া বিনোদ ইউপি চেয়ারম্যান মেহেদি হাসান ম্যাগনেট,তাড়াশ উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ, ইউপি সদস্য ইব্রাহিম মৃধা, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম মোল্লা।

এ সভায় এলাকার গন্যমান্য মুরুব্বীগণ সহ বিভিন্ন সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button