মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার তালেবপুর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ চাউল বিতরণ করা হয়েছে। শনিবার (১৫জুন) দুপুরে এই চাউল বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়। এদিন তালেবপুর ইউনিয়নের ৮৯১ অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।
তালেবপুর ইউনিয়নের চেয়ারম্যান রমজান আলীর সভাপতিত্বে চাউল বিতরণ কর্মসূচী উদ্বোধন করেন, চাউল বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি, মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
তালেবপুর ইউনিয়নের উন্নয়নে যেকোন প্রয়োজনে সহযোগীতার হাত বাড়িয়ে দিতে প্রস্তুত বলে জানান সংসদ সদস্য দেওয়ান জাহিদ আহমেদ টুলু।
সভায় আরো উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপকমটির সদস্য জাকির হোসেন (জুয়েল বক্স), সিঙ্গাইর উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান শারমিন আক্তার, নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান রমিজ উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি তমিজ উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ইলিয়াস হোসেন লিটনসহ আওয়ামী লীগ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, তালেবপুর ইউপি সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
জানা যায়, সিঙ্গাইর উপজেলার মোট ১১টি ইউনিয়নের ১৬ হাজার ২৫০ পরিবার ও একটি পৌরসভার আওতায় ৩ হাজার ৮০ পরিবারসহ মোট ১৯ হাজার ৩৩০ পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার ভিজিএফ চাউল বিতরণ করা হয়।