আমতলী (বরগুনা) প্রতিনিধি।।
বরগুনার তালতলীর পায়রা নদীতে মাছ ধরতে গিয়ে নোঙ্গরের রশিতে পা আটকে নদীতে পড়ে মো.জাকির (৪০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। নিহত জাকির উপজেলার জাকিরতবক এলাকার মেছের সিকদারের ছেলে। শুক্রবার সকাল ৯ টায় এঘটনা ঘটে। ২ঘন্টা পর লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তেতুলবাড়িয়া এলাকার ছগিরের ট্রলারে মো. জাকির হোসেন জেলের কাজ করেন। শুক্রবার সকাল ৯টার সময় পায়রা নদীতে মাছ ধরা শেষে ওই ট্রলার মাঝ নদীতে নোঙর ফেলতে যান জাকির। এসময় নোঙ্গরের রশিতে পা আটকে নদীতে পড়ে নিখেঁাজ হয় সে। পরে নদীতে অনেক খেঁাজাখুঁজির ২ ঘন্টা পর জাকিরের মৃত্যু দেহ উদ্ধার করা স্থানীয়রা।
তালতলী থানার অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন,খবর পেয়ে ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে।
তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত আনোয়ার তুমপা বলেন। নিহত জেলে জাকির হোসেনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অর্থিক সহায়তা প্রদান করা হবে।