তারেক রহমানের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও দেশে অতিদ্রুত প্রত্যাবর্তনের দাবিতে চরফ্যাশন উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাট বাজারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

 

মঙ্গলবার (১৫ অক্টোবর) সন্ধ্যায় হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির উদ্দ্যোগে চেয়ারম্যান হাট বাজারে বিক্ষোভ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।

 

বিক্ষোভ মিছিল শেষে সভায় বক্তব্য রাখেন, হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল বাশার, সাবেক সিনিয়র সহ সভাপতি মোঃ নোয়াব শিকদার, শ্রমিক দলের সভাপতি মোঃ কামরুল ইসলাম শাহিন ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফখরুল ইসলাম ফিরোজ ছৈয়াল প্রমূখ।

 

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ নূরে আলম মাস্টার, মোঃ নুরুল আমিন গোলদার,স্বেচ্ছাসেবক দল নেতা নেশার উদ্দিন কাজি,ডা.মাজেদ,কামরুল সিকদার, হেলাল কাজি,যুবদল নেতা সুমন ইসলাম, মিজানুর রহমান,মাকছুদুর রহমান,ছাত্রনেতা মো.সবুজ মন্জু নাঈম সিকদারসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা

 

বক্তারা বলেন, স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরী হিসেবে দেশের রাজনীতিতে অবদান রাখছেন তারেক রহমান। রাজনৈতিকভাবে হেনস্তা ও দেশ থেকে বিতাড়িত করতেই তারেক রহমানের নামে মিথ্যা,বানোয়াট, কাল্পনিক মামলা দেয় স্বৈরাচার আওয়ামী লীগ সরকার। শেখ হাসিনা সরকারের আমলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে দায়ের করা সকল মামলা অবিলম্বে প্রত্যাহার করে দ্রুত দেশে ফিরিয়ে আনতে হবে।

 

এ সময় হাজারীগঞ্জ ইউনিয়ন বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীরা চেয়ারম্যান হাটবাজারে বিক্ষোভ মিছিল ও সভায় যোগদান করেন।

 

 

এই বিভাগের আরো খবর