তরুনদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবার উপর দক্ষতা বিষয়ক প্রশিক্ষন

ভোলা প্রতিনিধি।।

ভোলায় তরুনদের যৌন প্রজনন স্বাস্থ্য সেবার উপরে দিনব্যাপী দক্ষতা বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়। আজ সকালে ভোলা জেলা পরিষদ মিলনায়তনে এই প্রশিক্ষনের আয়োজন করেন সামাজিক সংগঠন ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ।

নারীপক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের মাধ্যমে তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম এর ২৫ জন তরুন-তরুনী ও কিশোর-কিশোরী এই প্রশিক্ষনে অংশ নেয়।

প্রশিক্ষনে মাধ্যমে যৌন প্রজনন স্বাস্থ্য সেবার উপর তরুনদের দক্ষতা বৃদ্ধি, যেন তরুনরাই তাদের অধিকারের কথা বলতে পারে একই সাথে তাদের যে অধিকার রয়েছে সেগুলো স্থানীয় ভাবে সমাধান করতে পারে সেই বিষয়ের উপরে প্রশিক্ষনে ধানরা প্রদান করা হয়।

দিন ব্যাপী প্রশিক্ষনে উপস্থিত ছিলেন নারী পক্ষের অধিকার এখানে,এখনই (আরএইচআরএন-২)প্রকল্পের ব্যবস্থাপক মাকসুদা খাতুন,সহ প্রকল্প ব্যবস্থাপক উজ্জীমান আক্তার, উর্ধ্বতন প্রকল্প কর্মকর্তা তাহসিন রহমান,প্রকল্প কর্মকর্তা মৌসুমী আক্তার, ইয়ূথ পাওয়ার ইন বাংলাদেশ এর নির্বাহী পরিচালক আদিল হোসেন তপু,তারুন্যের কণ্ঠস্বর প্ল্যাটফর্ম এর ভোলা জেলার সম্মনয়কারী আব্দুল্লাহ নোমান প্রমুখ।

এর আগে একই বিষয়ের উপর তরুনদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে চরফ্যাশন উপজেলা ও বোরহানউদ্দিন উপজেলার অর্ধশতাধিক তরুদের প্রজনন স্বাস্থ্য সেবার উপরে প্রশিক্ষন প্রদান করা হয়।

এই বিভাগের আরো খবর