দেশ

তফসিল ঘোষণাকে স্বাগত জানাতে গিয়ে চরফ্যাশনে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকবের শোক

মাহফুজুর রহমান মমিন।।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানাতে মিছিলে গিয়ে হার্ট অ্যাটাক করে ভোলার চরফ্যাশনের চরমানিকা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত ১ টায় ঢাকার ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
শুক্রবার বিকেল ৩ টায় চরকচ্ছপিয়া ঈদ গা মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
জানাযায়, ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে দক্ষিণ আইচা বাজারে চরমানিকা ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদারের নেতৃত্বে শুভেচ্ছা মিছিল বের করেন। মিছিলের ভিতরে হার্টে আঘাত পেয়ে অসুস্থ হয়ে পরেন শফিউল্লাহ হাওলাদার। এরপর তাকে জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে ঢাকা রেফার করলে জরুরি ভিত্তিতে সড়ক পথে এম্বুলেন্স যোগে ঢাকা ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার রাতে ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যু কালে তার বয়স ছিল ৬৪ বছর। তিনি ৩ ছেলে ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শফিউল্লাহ হাওলাদারের জানাজায়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি শোক প্রকাশ করেন বক্তব্য রাখেন।

 

জানাযায় স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাসড় সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button