স্টাফ রিপোর্টার, তজুমদ্দিন।। মৎস্য অধিদপ্তরাধীন সাসটেইনেবল কোস্টাল এন্ড মেরিন ফিশারিজ প্রজেক্ট(এমসিএমএফ) কম্পোনেন্ট -৩ উপজেলার মৎস্যজীবিদের নিয়ে যুব উৎসব ২০২৩ উদযাপন করেছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে আধুনিক অডিটরিয়ামে
উপজেলা নির্বাহী কর্মকর্তা মরিয়ম বেগমের সভাপতিতে্ব অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা ৩ আসনের সাংসদ আলহাজ্ব নূরনবী চৌধুরী শাওন।
এসময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মৎস্য সম্পদ টিকিয়ে রাখতে জেলেদের পুনর্বাসনের ব্যবস্থা করেছেন। প্রশিক্ষণের মাধ্যমে জেলেদেরকে দক্ষ নাগরিক হিসাবে করে গড়ে তোলা হচ্ছে। জেলেদের সন্তানরা যাতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, (এস ডিএফ) এর বরিশাল অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী সামিউল হক।
উপজেলা আওয়ামী লীগ সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, মহিউদ্দিন পোদ্দার, সাংগঠনিক সম্পাদক শহীদুল্যাহ কিরন, উপজেলা মৎস্য কর্মকর্তা আমির হোসেন,
ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান মিশু, মোঃ রাসেল, সেচ্ছাসেবকলীগ সভাপতি ইশতিয়াক হাসান, যুবকলীগ সম্পাদক আঃ রহমান প্রমূখ।