
তজুমদ্দিন (ভোলা) সংবাদদাতা ।। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের আয়োজনে তজুমদ্দিনে দিন ব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে শনিবার বেলা ১১টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এলাকায় উপজেলার খামারীরা গরু,মহিষ, ছাগল,হাস, মুরগী সহ বিভিন্ন প্রানী প্রদর্শন করেন।
পরে উপজেলা নির্বাহী অফিসার মরিয়ম বেগম এর সভাপতিত্বে আধুনিক অডিটোরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশাররফ হোসেন দুলাল। আরো বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার, চাদপুর ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরণ,উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল কর্মকর্তা নাহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া, মৎস্য অফিসার আমির হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বেলাল হোসেন প্রমূখ।