দেশ

তজুমদ্দিনে কৃষকের মাঝে সার ও উফসি আমন বীজ বিতরণ

তজুমদ্দিন প্রতিনিধি।। 
ভোলার তজুমদ্দিনে কৃষকের মাঝে সার ও
উফসি আমন বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার দুপুরের উপজেলা কৃষি অফিস ভবনের হল রুমে সার ও বীজ বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসাবে টেলিকনফারেন্সে বক্তব্য রাখেন ভোলা-৩ সাংসদ আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
উপজেলা কৃষি অফিসার নাজমুল হুদার সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,
উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান শহিদুল্লাহ কিরন, প্রেসক্লাব প্রাক্তন সভাপতি মোঃ রফিক সাদী, উপজেলা কৃষকলীগের সভাপতি সিরাজুল ইসলাম, সম্পাদক মিরাজ উদ্দিন পারভেজ প্রমূখ।
অনুষ্ঠানে ২০২২-২৩ অর্থ বছরের খরিপ-২ মৌসুমে উফশী আমন ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৭৮০ জন কৃষককে ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার ও ৫ কেজি উফসি আমন ধানের বীজ বিতরণ করা হয়। এছাড়া ৩১৫ কৃষককে দেশী নারিকেল চারা বিতরণ করা হবে বলে জানান উপজেলা কৃষি অফিস।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button